এডসেন্স অর্থ উপার্জন বিশ্লেষেন

 

What is Adsense

গুগল এডসেন্স কি এবং কিভাবে কাজ করে?

একটি ব্যবসা পরিচালনা করার জন্য বর্তমানে ডিজিটাল মার্কেটিং খুব অপরিহার্য, তার মানে ডিজিটাল মার্কেটিং এ প্রচুর অর্থের ব্যাপার রয়েছে।  গুগল এডসেন্স এডসেন্স আপনাকে অনলাইন থেকে সে অর্থ উপার্জনের সুযোগ করে দেয় বিজ্ঞাপনের মাধ্যমে। ইউটিউব চ্যানেল কিংবা নিজস্ব একটি ব্লগ তৈরি করে  গুগল এডসেন্স এডসেন্স এর মাধ্যমে আপনি Passive Income করতে পারবেন। তাই, আজকের আর্টিকালে গুগল এডসেন্স কি এবং কিভাবে কাজ করে, কিভাবে গুগল এডসেন্স ব্যবহার করে টাকা আয় করা যায় ইত্যাদি সবকিছু নিয়ে কথা বলবো।

 

তো, এডসেন্স কিভাবে কাজ করে? গুগল এডসেন্স হলো একটি সিম্পল প্লাটফর্ম যেটি content creators দের জন্য তৈরি করা হয়েছে যাতে তারা ad revenue generate করতে পারে। এটি ব্যবহার করতে আপনাকে শুধু গুগল এডসেন্স এ সাইন আপ করতে হবে এবং আপনার ওয়েবসাইটে  Ads Code বসিয়ে দিতে হবে, তারপর বাকি সব কাজ ( বিজ্ঞাপন রক্ষনাবেক্ষন, বাছাই করা, ইত্যাদি) গুগল করবে।

 

 

যদি আপনি চান  make money from home তাহলে সেটি করার জন্য  গুগল এডসেন্স এডসেন্স একটি দুর্দান্ত উপায় হতে পারে। আপনি যেকোনো ধরনের কন্টেন্ট তৈরি করায় ফুকাস করতে পারেন, গুগল আপনার সে তৈরিকৃত কন্টেন্ট মনিটাইজেশন করে দিবে। বেশি আর্নিং করার লক্ষে আপনি ইচ্ছা করলে একাধিক ওয়েবসাইট কিংবা একাধিক ইউটিউব চ্যানেলের জন্য একটি  গুগল এডসেন্স এডসেন্স একাউন্ট ব্যবহার করতে পারবেন।

 

যদিও গুগল এডসেন্স ব্যবহার করা সহজ, আপনাকে একটি ওয়েবসাইট বানানোর আগে অথবা কন্টেন্ট তৈরি শুরু করার আগে কিছু জিনিস জেনে নিতে হবে। যেমন, এডসেন্স এ মনিটাইজেশন পাওয়ার জন্য ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল আগে approved করিয়ে নিতে হয়। এবং অনেক সময় বিভিন্ন copyright কন্টেন্ট ব্যবহার করার কারনে আপনি  Google AdSense Approval নাও পেতে পারেন। সেক্ষেত্রে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।

গুগল এডসেন্স কি?

 গুগল এডসেন্স এডসেন্স হলো simple advertising platform যেটি কন্টেন্ট ক্রিয়েটরদের monetization এর মাধ্যমে করে টাকা ইনকাম করার সুযোগ দেয়।

 

আপনি যদি কোনো ব্লগ পড়ে থাকেন তাহলে আপনি হয়তো অনেসময় গুগল এডসেন্স এর বিজ্ঞপন দেখে থাকবেন। সে বিজ্ঞাপনগুলো Banner Image আকারে সাইটের যেকোনো যায়গায় থাকতে পারে যেমন পেইজের উপরে, পেইজের এক পাশে অথবা অন্য কোনো খালি জায়গায়। মূলকথা হচ্ছে, প্রতিনিয়ত ট্রাফিক আসে আপনার এমন ওয়েবসাইটে  Google Ads Ads গুলো রাখবেন যেন যারা আপনার ওয়েবসাইট ভিজিট করে তারা বিজ্ঞাপনগুলো দেখতে পারে।

 

 গুগল এডসেন্স এ সফল হওয়া নির্ভর করে কিসের উপর:

গুগল এডসেন্স এ সফল হওয়া নির্ভর করে আপনার কন্টেন্টের ভ্যালুর উপর, আপনি ওয়েবসাইটে কত ট্রাফিক/ভিজিটর আনতে পারছেন তার উপর।  কারন, গুগল per click এবং page view এর জন্য একটি নির্দিষ্ট পরিমান অর্থ আপনাকে দিবে যা সরাসরি সাইটের ট্রাফিক এর উপর নির্ভর করে।

 

সবচেয়ে ভালো খবর হচ্ছে, কোয়ালিটি কন্টেন্ট তৈরি করার মাধ্যমে website traffic বৃদ্ধি করা যায়, তাই আপনি ওয়েবসাইট তৈরি করে AdSense-friendly content দিয়ে ভিজিটর নিয়ে এসে  এডসেন্স থেকে টাকা আয় করতে পারেন।

 একটি  এডসেন্স একাউন্টে একাধিক ওয়েভ সাইট বা ইউটিউব চ্যানেল সংযুক্ত করা যায়।

শুধুমাত্র একটি  এডসেন্স একাউন্ট ব্যবহার করে আপনি একাধিক ওয়েবসাইট অথবা একাধিক ইউটিউব চ্যানেল monetize করতে পারবেন। সেজন্য আপনার একাধিক একাউন্ট তৈরি করার কোনো প্রয়োজন হচ্ছে না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url